রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইত আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৭ জুলাই) সকালে পুতিনের অধ্যাদেশে রোমান স্তারোভোইতকে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন, যাকে অস্থায়ী পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বরখাস্তের কারণ জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি বিশ্বাসহীনতার কারণে নয়।’ তবে কোনো বিকল্প কারণও তিনি দেননি। খবর সিএনএনের।
রাশিয়ার তদন্ত কমিটির বিবৃতিতে বলা হয়,স্তারোভোইতের মৃতদেহ মস্কোর উপশহর ওদিনৎসোভোতে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। তার শরীরে গুলির চিহ্ন ছিল। তবে অন্যান্য আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে। রোমান স্তারোভোইত ২০২৪ সালের মে মাসে পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
এর আগে তিনি রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। যদিও তিনি ইউক্রেনের আকস্মিক হামলার আগেই গভর্নর পদ ছেড়েছিলেন, তবে রুশ সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যর্থতার দায় আংশিকভাবে তার ওপর বর্তায়।
এই বরখাস্ত ও আত্মহত্যার ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন রাশিয়াজুড়ে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা চলছে—৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি অন্যত্র সরানো, এক হাজার ৯০০টি বিলম্বিত। রুশ ফেডারেল এজেন্সি এয়ার ট্রান্সপোর্ট বিভাগ জানিয়েছে,
এত বড় বিভ্রাটের কারণ ছিল ‘বহিরাগত হস্তক্ষেপ’, তবে বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই সময়কালে ইউক্রেন ৪০০-রও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যা তারা প্রতিহত করেছে।