Sunday, July 27, 2025

জন্মদিনের পার্টির জন্য যে ধরনের তরুণী খুঁজছিলেন ইয়ামাল, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আরও পড়ুন

সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে খেলা হয়নি বার্সেলোনার, তাই ছুটিতে ছিলেন ক্লাবটির খেলোয়াড়রা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। মডেলের সঙ্গে প্রেমের গুঞ্জন এবং পর্ন তারকাকে প্রস্তাব নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তবে সবকিছু পেছনে ফেলে নতুন মৌসুম শুরু করার আগে গতকাল ১৮ বছরে পা রেখেছেন তিনি। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশাল পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সেখানেও বিতর্ক সঙ্গী হয়েছে ইয়ামালের।

১৮তম জন্মদিনের অনুষ্ঠানে বামনদের ভাড়া করে এনেছিলেন লামিন ইয়ামাল। তার এই কাণ্ডের কড়া সমালোচনা করেন স্পেনের শারীরিক প্রতিবন্ধীদের কনফেডারেশনের সদস্য সংগঠন অ্যাসোসিয়েশন অব পিপল উইথ আখনড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াসের (এডিইই)-এর সভাপতি কারোলিনা পুয়েন্তে।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় তারকা ফুটবলার।

এর মাঝেই লামিনের জন্মদিনের পার্টির একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন স্প্যানিশ মডেল ক্লডিয়া ক্যালভো। টার্ডিয়ার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লামিনের পার্টি তাকে যোগদানের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা নির্দিষ্ট আকারের স্তনের অধিকারী মেয়ে খুঁজছিল। 

তিনি আরও বলেন, ‘আর পার্টিতে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। তারা আরও সাতজন মেয়েকে খুঁজে দেওয়ার জন্যও বলেছিল।’ কিন্তু তাদের অস্বস্তিকর অনুরোধে বিরক্ত হয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে সরিয়ে ‘নিরপেক্ষ জায়গায়’ না গেলে যোগ দেবে না ভারত

এর আগে, লামিনের বিরুদ্ধে এমন যৌন অভিযোগ তুলেছিলেন পর্ন তারকা ক্লদিয়া বাভেল। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্লডিয়া ক্যালভো।

এদিকে ব্যক্তিগত অনুষ্ঠানে বামনদের ভাড়া করে এনে বিতর্কের মুখে পড়েছেন ইয়ামাল। স্পেনের প্রতিবন্ধীদের অধিকার রক্ষা আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে তার প্রতিবন্ধিতাকে কেন্দ্র করে বিনোদনের বস্তুতে পরিণত করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই ইয়ামালের এমন কাজের জন্য এডিইই আইনি পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন পুয়েন্তে।

সূত্র: ট্রিবুনাডটকম

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ