Sunday, July 27, 2025

ঢাকা থেকে সরিয়ে ‘নিরপেক্ষ জায়গায়’ না গেলে যোগ দেবে না ভারত

আরও পড়ুন

আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকায়। তবে এ সভার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, বৈঠকের ভেন্যু পরিবর্তনের জন্য এসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উদ্বেগের’ কারণে আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসি সভায় প্রতিনিধি দল পাঠাতে অনিচ্ছুক ভারত। বোর্ড সূত্র জানিয়েছে, বিসিসিআই তাদের উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে একটি নিরপেক্ষ ভেন্যুতে সভাটি স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুনঃ  হঠাৎ বড় সুখবর পেলেন সাকিব

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যদি বৈঠকের স্থান পরিবর্তন করা না হয়, সেক্ষেত্রে বৈঠক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে বিসিসিআই।

শুধু এসিসির বৈঠক নিয়েই নয়, এর আগে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত করেছে ভারত। আগস্টে সিরিজ খেলতে ভারতের বাংলাদেশের আসার কথা থাকলেও একই ধরনের উদ্বেগের কথা জানিয়ে সেটি এক বছর পিছিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে আগামী সেপ্টেম্বর এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ভারতে। কিন্তু ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। এসিসির আগামী বৈঠকে এশিয়া কাপ আয়োজনের বিষয়টিও ওঠার কথা। কিন্তু বৈঠকের কয়েকদিন আগে বিসিসিআইয়ের এমন অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ  মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ায় বদলে যেতে পারে এশিয়া কাপের ভেন্যু। ভারতের পরিবর্তে টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের সম্ভাব্য সময়সূচি উল্লেখ করেছে জিও টিভি। সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে এসিসি।

প্রস্তাবিত সময়সীমা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া সুপার ফোরেও দুদলের একটি মুখোমুখি লড়াই দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রকে যে লজ্জা থেকে মুক্তি দিলো বাংলাদেশ

বাহিরে যতই বৈরিতা থাকুক, আইসিসি ও এসিসি’র টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তানের মুখোমুখি ম্যাচ অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো বোর্ডই হাইভোল্টেজ এ ম্যাচ না খেলার আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বার্তা দেয়নি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ