Saturday, July 19, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা ও আলটিমেটাম

আরও পড়ুন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

চলমান পরিস্থিতিতে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ মোড়ে এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দাবি করে তিনি বলেন, ‘গোটা পুলিশি ব্যবস্থাকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগবিরোধী সাঁড়াশি অভিযান পরিচানলা করতে হবে।’

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: ভিডিও দেখে মিলল ৩ জনের পরিচয়

রিফাত রশিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাউকে কাঠগড়ার বাইরে দেখতে চাই না। ২৪ ঘণ্টার মধ্যে এই দাবি বাাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বৈষম্যবিরোধীদের ৩ দফা

১. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

২. আওয়ামী পুলিশি কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।

৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ