Friday, July 18, 2025

ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ গ্রেপ্তার ৩

আরও পড়ুন

ফেসবুকে ভাইরাল হওয়া রাজধানীর শ্যামলীর সেই ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারালো অস্ত্র হাতে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক যুবকের কাছ থেকে তার মানিব্যাগ ও কাঁধের ব্যাগ ছাড়াও মোবাইল ফোন এমনকি তার গায়ে থাকা পোশাক ও জুতাও খুলে নিয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ‘চেয়ারম্যান ডিক্লার দিছে, একবারেই মাইরা ফালা, ২০টা মামলা অইলে অইব’

অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। গত ১১ জুলাই ভোর ৬টার দিকে শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওইদিন ভোরের দিকে কাজি অফিসের সামনের রাস্তা দিয়ে ছাতা হাতে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। ওই সময় হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসে। এরপর তাদের মধ্যে থেকে একজন মোটরসাইকেল থেকে নেমে ভুক্তভোগী যুবকের দিকে এগিয়ে যায় এবং বাকিরা সামনে তার পথরোধ করে।

আরও পড়ুনঃ  সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

পরবর্তীতে মোটরসাইকেলের পেছনে থাকা আরও একজন নেমে ভুক্তভোগীকে ঘিরে ধরে। ভিডিওতে তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। সেটি দিয়েই ভুক্তভোগীকে জিম্মি করে ভয় দেখানো হয়।

ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, দুইজন ছিনতাইকারী হেলমেট পরিহিত অবস্থায় থাকলেও একজন খালি গায়ে ছিল। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগী যুবকের কাছ থেকে শুধু টাকা-পয়সা ও মোবাইল ফোনই নয়, তার পরনে থাকা জামা ও পায়ের জুতাও খুলে নেয়। পরবর্তীতে আবারও মোটরসাইকেলে করে দ্রুতই তারা পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  এক নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

অবশেষে বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করল ডিবি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ