Friday, July 18, 2025

সমন্বয়কের স্বামীকে চোখে গুলি করে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক এলমা খাতুনের স্বামী শিমুল হোসেনকে চোখে গুলি করে হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। হুমকির একটি অডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ জুলাই) এ হুমকি প্রদান করেন ঝিনাইদহ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শিমুল হোসেন।

সাধারণ ডায়েরিতে শিমুল হোসেন উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন তিনি। পাশাপাশি তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন। গত মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তিনি শহরের ২ নম্বর পানির ট্যাংকি পাড়ায় নিজের ‘শিমুল মিডিয়া’ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। ওই সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব তাকে ফেসবুক মেসেঞ্জারে কল করে কেন ভিডিও শেয়ার করা হয়েছে তা জানতে চান।

আরও পড়ুনঃ  মিটফোর্ডে সোহাগ হত্যা, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য!

জবাবে শিমুল বলেন, ‘এই ভিডিও সবাই শেয়ার করছে। আমি করলে দোষ কী?’ তখন সজিব বলেন- ‘সবাই করুক তুই করবি ক্যান? জুলাই তো আরো আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তোমার চোখে গুলি করে হত্যা করা হবে।’

এদিকে, হুমকি সংবলিত অডিও কল রেকর্ড গত বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জুলাই আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ