Wednesday, July 23, 2025

লাশ নিয়ে রাজনীতি কইরেন না’ বলেই যে কারণে কেঁদে ফেললেন রাশেদ সীমান্ত

আরও পড়ুন

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার হাসপাতালগুলোয় প্রাথমিকভাবে অনেক শিক্ষার্থীকে নেয়া হয়। কাউকে উত্তরার মনসুর আলি মেডিকেল কলেজেও নেয়া হয়েছে চিকিৎসার জন্য।

বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর আহতদের জন্য রক্তের প্রয়োজন বলে জানানো হয়েছে। এ খবর জানামাত্রই রক্ত দিতে হাসপাতালে ছুটে যান নির্মাতা তপু খান ও ছোটপর্দার আলোচিত অভিনেতা রাশেদ সীমান্ত। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওতে এসে উৎসুক জনতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উত্তরার ওসব রাস্তা পরিহার করেন।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: জানা গেল গোপালগঞ্জে নিহতদের পরিচয়

অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, আপনারা উত্তরার ওইসব রাস্তা পরিহার করুন। ব্যক্তিগত গাড়ি আনবেন না। যারা সহযোগিতা করতে আসবেন, শুধু তারাই আসবেন। আশার কথা হলো, অনেকেই রক্ত দেয়ার জন্য এসেছে। আমাদের নির্মাতা তপু খানও রক্ত দিতে চলে আসছেন। দয়া করে আপনারা কেউ পরিস্থিতি দেখার জন্য এখানে আসবেন না। আপনি আসা মানে একটা শিশুর চিকিৎসায় দেরি হওয়া, তাদের আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করা।

এ সময় রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দলবল নিয়ে হাসপাতালে আইসেন না। আপনি একা আসেন। আপনার জন্য যেন রাস্তাঘাট বন্ধ না হয়। আপনি লাশ নিয়ে রাজনীতি কইরেন না। আল্লাহর দোহাই লাগে। এই মুহূর্তে রাজনীতিটা বন্ধ করেন আপনারা। আমি রাজনৈতিক দলের লোকজন দেখে এই লাইভটি করলাম।

আরও পড়ুনঃ  কেন সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়, জানালেন মূলহোতা মহিন

রাশেদ সীমান্ত বলেন, আপনি, আপনার নেতাকর্মীরা সেলফি তোলার জন্য আইসেন না। আপনি খুনি, যদি আপনি আসেন। আপনার লোকজন নিয়ে এসে এখানে শো অফ করবেন, তার মানে আপনি খুনি।

এ সময় পাশ থেকে নির্মাতা তপু খান বলেন, এটা শুধু রাশেদ ভাইয়ের কথা নয়। এখানে যারা সাধারণ মানুষ আছে, তারা আমাদের বলছে, এ কারণেই আমরা লাইভটা করছি। সবাই আসলে এখানে দলবল নিয়ে আসছে। এ জন্য আমাদের সাহায্য করতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা ও আলটিমেটাম

এরপর অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, আমাকে সবাই ধরেছে যেন লাইভটা করি আমি। সবাই অনুরোধ করেছে আমাকে। তা না হলে লাইভটা করতাম না আমি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ