কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে বটি হামলায় গুরুতর আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইসরাফিল হোসেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
হামলার সঙ্গে জড়িত কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ ও তার ছেলে প্রণয়কে গ্রেপ্তার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় হারুনুর রশিদের নাম এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার ডিবি পুলিশের একটি দল থানাপাড়া এলাকায় হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইসরাফিল হোসেন।
এসআই ইসরাফিল হোসেন জানান, দুপুরে শহরের ছয় রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে ডিবির একটি টিম নিয়ে অবস্থান করছিলাম। সেসময় হারুনের সঙ্গে দেখা হলে পরিচয় জিজ্ঞাসা করি। তখন সে দৌড়ে তার বাড়ির দিকে পালিয়ে যায়। আমরা পিছু ধাওয়া করে তার বাড়ির সামনে গিয়ে তাকে গ্রেপ্তার করতে গেলে হঠাৎ তার ছেলে প্রণয় বাড়ি থেকে বের হয়ে ধারালো বটি নিয়ে হামলা চালায়। আমি মারাত্মকভাবে আহত হই এবং পিঠে কয়েকটি স্থানে কোপ লাগে।
পরে ডিবি টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেপ্তার করে। আহত এসআই ইসরাফিল হোসেনকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।