মালদ্বীপের প্রতিরক্ষা ভবনে মোদির বিশাল ছবি কেনো?
‘ইন্ডিয়া আউট’ ঘোষণা দিয়ে এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলসহ দেশটির অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেয়ার পর এটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটিতে প্রথম সফর।
ভারতের প্রধানমন্ত্রী মোদির এই রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানাতে গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাজধানী মালে শহরের রিপাবলিক স্কোয়ারে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বিশাল ছবি টাঙানো হয়েছে মালদ্বীপের প্রতিরক্ষা ভবনে। দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
ইতোমধ্যে, মালেতে প্রতিরক্ষা ভবন এবং অবকাঠামোগত স্থাপনার উদ্বোধনও করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এজন্যই মূলত সম্মান জানাতে মোদির বিশাল এক ছবি টাঙানো হয় প্রতিরক্ষা ভবনের দেয়ালে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষমতায় আসার পরেই কিন্তু মালদ্বীপ থেকে ভারতীয় সেনাবাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বিষয়টাকে ভালো চোখে দেখেনি দিল্লি। দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ ৬০ বছরের। এই সময়কালে বিভিন্ন সময় ভারত ও মালদ্বীপের সম্পর্কে মোটের ওপর বন্ধুত্বপূর্ণই থাকলেও মুইজ্জু এসে হেঁটেছেন অন্য পথে।
এর আগে মালদ্বীপের প্রেসিডেন্টরা ক্ষমতায় এসে প্রথম ভারত সফর করেছেন। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিই মেনে এসেছিলেন। একই মনোভাব দেখা গেছে অতীতেও।