Monday, August 18, 2025

এইমাত্র পাওয়া: আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিবি।

গ্রেফতাররা হলো- ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), ঢাকা দক্ষিণ ৩৩নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের সাবেক ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।

আরও পড়ুনঃ  ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল চারজনের

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালালকে (৫১) গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত সাড়ে ৮টায় বংশাল হতে ঢাকা দক্ষিণ ৩৩নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলুকে (৪৮) গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। রাত সাড়ে ১০টায় সেগুনবাগিচা এলাকা থেকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেতকে (৪৫) গ্রেফতার করে ডিবি ওয়ারী।
ডিবি সূত্রে আরও জানা যায়, মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটনকে (৫০) গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত সোয়া ১২টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে (২৫) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার সাউথ ডিভিশন।

আরও পড়ুনঃ  সিন্ডিকেটের বাধায় অ্যাম্বুলেন্সেই ৪০ মিনিট আটকে থেকে প্রাণ গেল নবজাতকের

এছাড়া, রাত ১০টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অংগ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৫২) উত্তরা ১১নং সেক্টর ১৭ নম্বর রোড থেকে, রাত সাড়ে ১২টায় ডিবি মিরপুর বিভাগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরনকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে, রাত পৌনে ১টায় মাতুয়াইল এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  জাল তুলতেই জেলেদের ছানাবড়া চোখ, এক ট্রলারে ৬১ মণ ইলিশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ