Monday, August 18, 2025

বিমান অটোপাইলট মোডে দিয়ে মাঝ-আকাশে ঘনিষ্ঠ পাইলট ও বিমানসেবিকা!

আরও পড়ুন

মাটি থেকে হাজার হাজার ফুট উপরে শূন্যে বিমান ওড়ার সময় পাইলট ও বিমান সেবিকা ঘনিষ্ঠ হন বিমানচালকের ককপিটে! বিমানকে অটোপাইলটে দিয়ে সেই সময় কেবিনে পরস্পরের সঙ্গে অন্তরঙ্গ হন তাঁরা। এ তথ্য সমাজমাধ্যমে ফাঁস করেছেন এক কেবিন ক্রু।

‘সিয়েরা মিস্ট’ নামে একটি অ্যাকাউন্ট থেকে তিনি জানান, বিমানের যাত্রীদের পরিষেবা দেন যাঁরা, সেই কর্মীদের মধ্যে কারও বিমানচালকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝ-আকাশে ‘হাই মাইল ক্লাব’ খুলে বসেন তাঁরা। এ ধরণের ঘটনা অনেকেরই জানা। তবে কেউ মুখ খোলেন না।

আরও পড়ুনঃ  ইরানে জমা হচ্ছে চীনা ক্ষেপণাস্ত্রের পাহাড়! ভয়ে কাঁপছে নেতানিয়াহু!

বিমানসেবিকার দাবি, দীর্ঘ দূরত্বের উড়ানের সময়, বিশেষ করে ৩৫ হাজার ফুট উপরে ওড়ার সময়ে যখন বিমানে চালকের নিয়ন্ত্রণ প্রয়োজন হয় না, তখন এই রোম্যান্টিক কার্যকলাপ শুরু ককপিটে। অটোপাইলট মোডে বিমান রেখে পাইলট এবং বিমানসেবিকা ‘হাই মাইল ক্লাব’ খোলেন ককপিটেই।

ওই বিমান সেবিকা জানান, স্ট্যান্ডার্ড অ্যাভিয়েশন প্রোটোকল অনুসারে, এক জন বিমানচালক এক জন বিমানসেবিকাকে ককপিটে ডাকতেই পারেন। যদি অন্য চালককে শৌচাগারে বা অন্য কোনও প্রয়োজনে ককপিট ছেড়ে বেরোতে হয় তখন এই নিয়ম অনুসরণ করা যেতে পারে। সেই নিয়মের অপব্যবহার করে এই ধরনের ‘হাই মাইল ক্লাব’ খুলে যায় ককপিটে।

আরও পড়ুনঃ  দুই ভাইয়ের এক বউ, অদ্ভুত এ ঘটনার কারণ কী

শুধু ককপিটই নয়, আরও একটি গোপন স্থান থাকে যেখানে বিমানচালক ও বিমানকর্মীরা একে অপরের সঙ্গে গোপনীয় মুহূর্ত বা অন্তরঙ্গ সময় কাটান। সেটি হল ক্রু রেস্ট ডেক। দীর্ঘ উড়ান যাত্রার সময় কেবিন ক্রুদের বিশ্রামের জন্য সংরক্ষিত স্থান এটি। এই ডেকটি সাধারণত বিমানের যাত্রীদের চোখের আড়ালে রাখা হয়। এখানে শুধুমাত্র কর্মীদের প্রবেশের অনুমতি থাকে এখানে।

বিমানসেবিকার চাঞ্চল্যকর এই পোস্টের মন্তব্যবাক্স ভরে গিয়েছে যুক্তি এবং পাল্টা যুক্তিতে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ