প্রেমিকার স্বামীকে খুন করতে মিউজিক সিস্টেমের ভেতর উপহার হিসেবে বোমা পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের ছত্তিশগড়ে।
রোববার (১৭ আগস্ট) পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের ২০ বছরের বিনয় ভার্মা নামের এক যুবক একটি মিউজিক সিস্টেমের স্পিকারের ভেতর দুই কেজি ওজনের আইইডি ঢুকিয়ে প্রেমিকার স্বামীর কাছে উপহার হিসেবে পাঠান।
পুলিশ জানিয়েছে, খৈরাগড়-ছুইখাদন-গণ্ডাই জেলার বাসিন্দা বিনয় ভার্মা অনলাইনে বোমা বানানোর কৌশল শিখেছেন। পরিকল্পনা অনুযায়ী, সাবেক প্রেমিকার স্বামী আফসার খানকে উপহার হিসেবে পাঠানো হয় ওই স্পিকার। সম্প্রতি আফসার খান সেই ডেলিভারি হাতে পাওয়ার পর সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
এনডিটিভি বলছে, খবর পেয়ে বোমা ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে পার্সেলটি খুলে দেখে ভিতরে রয়েছে একটি মিউজিক সিস্টেম। সেই মিউজিক সিস্টেম খুলে দেখতেই চক্ষু চড়কগাছ। পুলিশ জানিয়েছে, আইইডি প্লাগ ইন করার সঙ্গেই বিস্ফোরণের মতো করে বানানো হয়েছিল।
পুলিশ আরও জানিছে, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তাতে রয়েছে প্রায় দুই কেজি বিস্ফোরক। এছাড়া স্পিকারের সঙ্গে এমনভাবে বোমাটি জোড়া রয়েছে, যাতে বিদ্যুতের সংযোগে এলেই বিস্ফোরণটি ঘটে।
খৈরাগড়-ছুইখাদন-গণ্ডাই জেলার পুলিশ সুপার (এসপি) লক্ষ্য শর্মা পিটিআইকে বলেন, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত বিনয় ভার্মাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আফসার খানকে খুনের চেষ্টা বানচাল করার পাশাপাশি এলাকার অবৈধ বিস্ফোরক পাচার চক্রকে ধরা গিয়েছে। জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, আফসার খানের সদ্যবিবাহিত স্ত্রীকে বহুদিন আগে থেকেই পছন্দ করতেন বিনয়। প্রেমের পথের কাঁটাকে দূর করতেই এত বড় পরিকল্পনা করেছিল তিনি। এর পেছনে আরও বড় কোনো চক্র রয়েছে কিনা তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি