Tuesday, August 5, 2025

চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ইন্তেকাল করেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাতে তিনি কক্ষে অবস্থান করলেও সকালে কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কক্ষের তালা খুলে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, সাবেক সেনাপ্রধান ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা ছিলেন। বেলা গড়িয়ে গেলেও কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে। দুপুর ১২টার পর পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে দরজা খুলে তাঁকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  জাতীয় বার্ন ইউনিটে ভর্তিকৃতদের নাম জানা গেল

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামের চিকিৎসক দল ক্লাবে গিয়ে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ