Tuesday, August 5, 2025

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের, জানালেন কারণ

আরও পড়ুন

গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার উৎখাতের ঐতিহাসিক ৫ আগস্ট আজ। প্রথমবারের মতো দিনটি স্মরণে নানা আয়োজন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে সব থেকে প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্রও পাঠ করা হবে এদিন বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে, সেই অনুষ্ঠান বর্জন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (৪ আগস্ট) রাত ২টায় নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জন করেছেন হান্নান মাসউদ।

আরও পড়ুনঃ  ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই: ফয়জুল করীম

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলা আসন বসাবে, কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না। জানি না, এই চেয়ারগুলোতে শহিদ পরিবারের জায়গা হবে কি না।’

তিনি আরও লেখেন, ‘যাদের সাহসিকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা এবং সকল শহিদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’

আরও পড়ুনঃ  শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীদের লাইন, কপট রাগ দেখালেন সারজিস

শেষে তিনি ইংরেজিতে লেখেন, ‘লাউড অ্যান্ড ক্লিয়ার।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ