Monday, August 4, 2025

নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে হত্যা, কিশোরী গ্রেপ্তার

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার বেংকুলু প্রদেশে ১৮ বছর বয়সী এক কিশোরীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন তার মা। অভিযোগ উঠেছে, জোহরের নামাজ পড়ার সময় ওই কিশোরী তার ৪৯ বছর বয়সী মা ইয়াতিকে কুপিয়ে হত্যা করেন। 

স্থানীয় সংবাদমাধ্যম সিলামপারি টিভি জানায়, এনআর নামের অভিযুক্ত কিশোরী তার মাকে একটি হামানদিস্তা ও ছুরি দিয়ে আক্রমণ করে। এতে ইয়াতির মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

হত্যার পর, এনআর পাশের একটি বাড়িতে গিয়ে প্রতিবেশীদের কাছে নিজের অপরাধ স্বীকার করে। এক প্রতিবেশী জানান, ‘সে এসে বলে—আমি আমার মাকে মেরে ফেলেছি। আমরা সবাই হতবাক হয়ে যাই এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতে যাই।’

আরও পড়ুনঃ  প্রাইভেটকারে যুবককে আটকে বুথ থেকে তুলে নিল সাড়ে ৬ লাখ টাকা

প্রতিবেশীরা ইয়াতিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত এনআরকে আটক করে।

গাদিং সেম্পাকা পুলিশ স্টেশনের অপরাধ তদন্ত ইউনিটের প্রধান পরিদর্শক পুত্রা আগুং জানান, এনআর মানসিক সমস্যায় ভুগছিল। মাত্র কয়েকদিন আগেই, ৩০ জুলাই, সে বেংকুলুর সুপ্রাপতো বিশেষ মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মানসিক অসুস্থতাই এই হত্যাকাণ্ডের মূল কারণ।

বর্তমানে এনআরকে বেংকুলু পুলিশ সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তার ছোট দুই ভাইবোনকে সাময়িকভাবে প্রতিবেশীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  নাচের কারণেই কি কনের বিয়ে ভেঙে গেছে, যা জানা যাচ্ছে

ইয়াতির মরদেহ ভায়াঙ্গকারা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ