Friday, August 15, 2025

প্রয়াত বিএনপি নেতার বাড়িতে আগুন

আরও পড়ুন

‎ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত-রাতে যশরা ইউনিয়নের ভারইল গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

‎এলাকাবাসী জানায়, আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোরে আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন করা হয়। কিছুক্ষণের মধ্যে অগ্নিনির্বাপক দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

বাড়িতে কেউ ছিল না বলে অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পারেনি কেউ।
‎পরিবার সূত্রে জানা যায়, বাড়িটিতে বিএনপির পুরনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও ঐতিহাসিক দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র থেকে গৃহস্থালি কোনো কিছুই রক্ষা পায়নি।

আরও পড়ুনঃ  ‘চেয়ারম্যান ডিক্লার দিছে, একবারেই মাইরা ফালা, ২০টা মামলা অইলে অইব’

ঘটনার পরপরই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থলে যান।
তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস মুছে ফেলার পরিকল্পিত হামলা। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

‎প্রয়াত নাজমুল হকের বড় ছেলে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন, ‘আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।


ছোট ছেলে নাদিমুল হক বলেন, ‘আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের দলিল। এটি নিছক আগুনের ঘটনা নয়, এটি বিএনপির অস্তিত্বের ওপর আঘাত।’

আরও পড়ুনঃ  যাকে হত্যার অভিযোগে মামলা তাকে জীবিত উদ্ধার করল পুলিশ

‎পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফজলুল হক বলেন, ‘এটা পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন।’

‎গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘বাড়িটি পরিত্যক্ত ছিল।

কেউ থাকে না। তারপরও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে। এদিকে এ ঘটনায় স্থানীয়ভাবে অসন্তোষ ও দলীয় উত্তেজনা বিরাজ করছে।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ