Sunday, August 17, 2025

যে কারণে আফগানিস্তানে ১৫ আগস্টে ব্যাপক উল্লাস-উদ্দীপনা

আরও পড়ুন

ব্যাপক উল্লাস-উদ্দীপনায় ১৫ আগস্ট উদযাপন করেছেন আফগানিস্তানের মানুষ। চার বছর আগে এদিন সশস্ত্র গোষ্ঠী তালেবানের যোদ্ধারা রাজধানী কাবুল দখল করেন। এরমাধ্যমে আফগানিস্তান থেকে দীর্ঘ ২০ বছর পর পশ্চিমা দেশের সৈন্যরা চলে যেতে বাধ্য হয়।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ শনিবার (১৬ আগস্ট) জানিয়েছে, গতকাল সকাল থেকে রাজধানী কাবুলে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এ সময় ইসলামিক সরকারের সাদা রঙের কালিমা খচিত পতাকা নিয়ে আসেন তারা।

সাধারণ মানুষের পাশাপাশি আফগান সেনাবাহিনীর সদস্যদেরও দিনটি উদযাপন করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ট্রাম্পের গলফ ক্লাবের আকাশে অনধিকার প্রবেশ, অতঃপর...

বশির আহমেদ নামে ময়দান ওয়ার্দাকের এক বাসিন্দা বলেছেন, “আমি খুব খুশি ২০ বছর পর, আমরা ইসলামিক আমিরাতের শাসনের চতুর্থ বর্ষ উদযাপন করছি। আমরা এ দিনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। আমি এ দিনের জন্য অনেক খুশি। এমনকি ঈদেও আমি এতটা খুশি ছিলাম না।”

কাবুলের বাসিন্দা নাসরুল্লাহ নাসরাত বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের বার্তা হলো, ইসলামিক আমিরাত সরকার যেন পুরো দেশ শাসন করতে পারে। বিশ্বের অন্যান্য দেশ রাজনৈতিক দ্বন্দ্ব বাদ দিয়ে ইসলামিক সরকারকে যেন স্বীকৃতি দেয় এবং আফগান জাতিকে সহায়তা করে।”

আরও পড়ুনঃ  এই লোকটি কি সত্যিই কোরআনের আয়াত পড়ে মানুষকে সুস্থ করে তুলছেন?

গতকাল বিকেলের দিকে আফগান বিমানবাহিনীর বিমান রাজধানী কাবুলের ওপর চক্কর দেয়। এ সময় রাজধানীর আকাশে বিমান থেকে রঙ ছিটানো হয়। এছাড়া আফগান পাইলটরা বিভিন্ন কসতর প্রদর্শন করেন।

পাকতিয়ার বাসিন্দা মোহাম্মদ নাবি বলেন, “আফগানরা এক হয়েছে এবং সবাই খুশি। এটি অনেক খুশির দিন।”

আজমাল নামে অপর এক ব্যক্তি বলেন, “এদিন, আফগানিস্তান যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছিল।”

নিজেদের শাসনের চার বছর পূর্তিতে তালেবান সরকার হেলিকপ্টার থেকে অন্তত ছয়টি জায়গায় ফুল ছিটায়। তবে এসব জায়গায় নারীদের যাওয়া নিষেধ করা হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক

সূত্র: তোলো নিউজ

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ