Monday, August 18, 2025

নামাজে যাওয়ার পথে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম

আরও পড়ুন

ভোলার চরফ্যাশনে দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির ২ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রোববার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

সোমবার (১৮ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া।

আহতরা হলেন— দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. রেজাউল করিম খন্দকার এবং একই থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের মাস্টার।

আরও পড়ুনঃ  কনটেইনারবাহী গাড়িতে করে পালানোর সময় গ্রেপ্তার ৯ মামলার আসামি শাকিল

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত হামলাকারী আবুল হোসেন (৪৫) একাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। তিনি চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন মিয়ার ছেলে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন।

আহত আবু তাহের মাস্টার জানান, তারা দুজন নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে আবুল হোসেন অতর্কিতে রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে গেলে তাকেও আঘাত করা হয়। তার দাবি, রেজাউল করিমের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর ইন্ধনে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  হাসপাতালের হিমঘর থেকে লাশের দুই চোখ গায়েব!

চিকিৎসক নিঝুম নাহিয়া বলেন, দুজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে রেজাউল করিম খন্দকারের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা বিএনপির নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন। 

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, সিসিটিভি ফুটেজে হামলাকারীকে চিহ্নিত করা গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ