Thursday, August 21, 2025

অবশেষে সেই গলাকাটা মরদেহের পরিচয় মিলল

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম বাগান থেকে মরদেহ উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।

এ দিকে হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। মরদেহ উদ্ধারের সময় সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি এ কথা জানিয়েছে।
 
এর আগে গত ১৮ আগস্ট রাতে সাড়ে ৯টায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগীবাড়ি-বুড়িতলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ‘৫ আগস্ট পুলিশের পোশাক পরা কয়েকজন হিন্দিতে কথা বলেছেন’

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। ওই নারীর বাড়ি বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিশাটোলা গ্রামে। তবে তাকে কে বা কারা কেন হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
 
ওসি ওয়াদুদ আলম বলেন, আমরা এখনও নিশ্চিত নই যে, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি-না। তবে আপাতদৃষ্টিতে দেখলে স্থানীয়দের দাবির যৌক্তিকতা আছে। কারণ মরদেহ অনেকটাই বিবস্ত্র অবস্থায় ছিল। আমরা ময়নাতদন্তকারী চিকিৎসককে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কি-না।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টা পর নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ