সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং স্থানীয় লোকজনের যৌথ প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মাসুম বিল্লাহ ছিলেন ৪৮ বিজিবি ব্যাটেলিয়নের সোনারহাট ক্যাম্পের সৈনিক। গতকাল বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং এলাকার ইছামতি নদীতে ভারত থেকে আসা পণ্যবাহী একটি নৌকা থামানোর সময় দুটি নৌকায় ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য একজন বিজিবি সদস্য এবং নৌকার মাঝি নিরাপদে কিনারে উঠলেও মাসুম বিল্লাহ পানিতে ডুবে যান। এরপর স্থানীয়দের খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
আজ বিকেল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় গোয়াইনঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।