Thursday, August 21, 2025

ছাত্রীর মুখ দিয়ে বের হয় গাঢ় তরল পদার্থ, কলেজে হৃদয় বিদারক ঘটনা

আরও পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর আগে দোতলার সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

কলেজের অধ্যক্ষ আবুল হাশেম জানান, লিপি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন। তিনি সাতক্ষীরা শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, দেড় মাস আগে তার বিয়ে হয়েছিল।

আরও পড়ুনঃ  অপেক্ষা করতে করতে হাসপাতালের বারান্দায় ২ নারীর সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

অধ্যক্ষ আরও জানান, সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ লিপি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে গাঢ় তরল পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। লিপি আমাদের মেধাবী ছাত্রী ছিল।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ