Thursday, August 21, 2025

ফেসবুকে এইচএসসির ফল প্রকাশের তারিখ, যা জানা গেল

আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২০ আগস্ট) রাতে ফেসবুকের বেশ কয়েকটি পেজ, আইডি ও গ্রুপ থেকে ‘আগামী ১২ অক্টোবর (রোববার) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশিত হবে’ এমন তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলছে আলোচনা। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা বলছেন, ফল প্রকাশের এ তারিখটি ‘ভুয়া’। এ বিষয়ে শিক্ষা বোর্ড থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  সংঘর্ষের খবর প্রচার করায় বন্ধ করে দেওয়া হয়েছিল ৪ টিভি চ্যানেল

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখটি ভুয়া। শিক্ষা বোর্ড থেকে এখনও কিছু জানানো হয়নি, সিদ্ধান্তও হয়নি।

তিনি বলেন, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। এজন্য কেউ হয়তো এভাবে একটি তারিখ হিসাব কষে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১০ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিন দফায় এ পরীক্ষা স্থগিত করা হয়। ফলে পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।

আরও পড়ুনঃ  কালচারাল ফ্যাসিস্টদের ‘শোকের’ আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র!

এ ছাড়া ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ