Thursday, August 21, 2025

পাঠ্যবইয়ে শেখ হাসিনাকে কি বলে সম্বোধন করা হবে জানালেন আসিফ মাহমুদ

আরও পড়ুন

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ে এদেশের গণঅভ্যুত্থান ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের সংগ্রামের বিস্তারিত জানতে পারবে। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এডমিন পোস্টে লিখেছেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।’

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে সেনা সদস্যের পদত্যাগ ফাঁস হলো আসল সত্য!

এই পোস্টের সঙ্গেই তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন ফেসবুকে। যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ফটোকার্ডে লেখা রয়েছে- ‘বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।’

এর আগেও গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হয়। ২০২৫ সালের পাঠ্যপুস্তকে যুক্ত করা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি। বাদ দেওয়া হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ