Sunday, August 24, 2025

গোপালগঞ্জে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা, নেপথ্যে যে কারণ

আরও পড়ুন

গোপালগ‌ঞ্জের মুকসুদপু‌রে গণঅধিকার প‌রিষ‌দের পথসভা‌কে কেন্দ্র ক‌রে নজিরবিহীন নিরাপত্তা নিয়েছে জেলা পু‌লিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় মুকসুদপুর ক‌লেজ মো‌ড়ে গণঅধিকার পরিষদের এ পথসভা অনু‌ষ্ঠিত হবে।

পথসভায় গণঅধিকার পরিষদের সভাপ‌তি ও ডাকসুর সা‌বেক ভি‌পি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রা‌সেদ খাঁন বক্তব্য রা‌খ‌বেন। এতে গোপালগঞ্জ জেলা সভাপ‌তি আল আমীন সরদার সভাপ‌তিত্ব কর‌বেন।

এদিকে, পথসভা‌কে কেন্দ্র ক‌রে সভাস্থল ও আশপা‌শের এলাকায় র‌্যাব, পু‌লিশ, এপিবিএন ও সাদা পোশাকে শতশত আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্য মোতায়েন করা হ‌য়ে‌ছে। মুকসুদপুর থানার প‌রিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যা‌তে কেউ ঘটতে না পা‌রে তার জন্য পথসভা স্থল, আশপাশ ও যাত্রাপ‌থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ‘আমি আর এ দেশে থাকব না’—সন্তানকে হারিয়ে মাইলস্টোন শিক্ষক ইউসুফ

জানা যায়, মুকসুদপুরের পথসভা শেষে গণঅধিকার প‌রিষ‌দের কেন্দ্রীয় নেতৃবৃন্দ য‌শোর জনসভায় যোগ দেবেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ