Sunday, August 24, 2025

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

আরও পড়ুন

ভারতে কুকুরকে খাবার খাওয়ানোর কারণে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে দেশটির গাজিয়াবাদ শহরের ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, গত শুক্রবার গভীর রাতে গাজিয়াবাদের ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটিতে নির্ধারিত স্থানে কুকুরকে খাবার দিচ্ছিলেন ইয়াশিকা শুক্লা নামে এক নারী। এ সময় একই এলাকার বাসিন্দা কমল খান্না সেখানে এসে তাকে থাপ্পড় মারতে থাকেন।

ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, খান্না ইয়াশিকাকে বেধড়ক আঘাত করছেন। ৩৮ সেকেন্ডের মধ্যে আটবার থাপ্পড় মারেন তাকে। তবে খান্নার দাবি, ইয়াশিকা নাকি আগে তাকে আঘাত করেছিলেন।

আরও পড়ুনঃ  ধেয়ে আসছে টাইফুন উইফা

এনডিটিভি বলছে, মারধরের কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকায় কুকুর সরানোর বিষয়ে আগের নির্দেশ শিথিল করে নতুন নির্দেশনা দেয়। আদালত জানায়, কুকুর ধরার পর টিকা ও বন্ধ্যাকরণ শেষে ছেড়ে দিতে হবে। শুধু জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক হলে তাদের আলাদা রাখতে হবে। পাশাপাশি কুকুর খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থান রাখার কথাও বলা হয়েছে। শহরজুড়ে আদালতের এই শিথিল নির্দেশনার পরই ইয়াশিকা একটি নির্দিষ্ট স্থানে কুকুরদের খাবার খাওয়াতে যান। এ সময় এই ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ  শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬০, বহু নিখোঁজ

ঘটনার পুলিশ কমল খান্নাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ