Wednesday, August 27, 2025

‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযানে মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ভিক্ষুক সেজে চুরির অভিযোগে তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে চার ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তসলিমা বেগমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

পুলিশ জানায়, নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন তাসলিমা। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ, তারপর...

লোহাগাড়া পুলিশের সূত্র জানায়, গত বৃহস্পতিবার খাদিজাতুল কোবরা নামে এক প্রবাসীর স্ত্রী লোহাগাড়া থেকে কক্সবাজারে যাওয়ার জন্য বাস স্টেশনে অপেক্ষা করছিলেন। ওই সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের কয়েকজন হঠাৎ নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু করে দেন। খাদিজাতুল বিষয়টির সমাধান করতে গেলে ভিক্ষুক তসলিমা কৌশলে খাদিজাতুলের কাধে থাকা ব্যাগের চেইন খুলে ২ ভরি ওজনের স্বর্ণ নিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ‘বিস্ময়কর ট্যাটু’!

এ বিষয়ে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, থানায় মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে ওই গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ভিক্ষুক তসলিমা আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ