Monday, October 6, 2025

অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য হয়ে কেঁদেছিলেন এই অভিনেত্রী

আরও পড়ুন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোহিনী নব্বই দশকে দারুণ জনপ্রিয় ছিলেন। নানা ভাষার সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন। শিবাজি গনেসান থেকে চিরঞ্জীবী, মোহনলাল থেকে মাম্মুটি— দক্ষিণের প্রায় সব বড় তারকার সঙ্গেই অভিনয় করেছেন তিনি।

তবে সাফল্যের পেছনে থেকে গেছে তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি বিকটনকে দেওয়া এক সাক্ষাৎকারে সে অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কানমনি’-র একটি দৃশ্য শুটিংয়ের সময় গভীর অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী

আরও পড়ুনঃ  ‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

মোহিনী জানান, পরিচালক আরকে সেলবামনি তাকে একটি স্যুইমসুট দৃশ্যে অভিনয় করতে বলেন। কিন্তু এতে তিনি একেবারেই রাজি ছিলেন না। তার ভাষায়, “আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম, খুব কেঁদেছিলাম এবং কাজটি করতে অস্বীকৃতি জানাই। পরে অর্ধেক দিন শুটিং বন্ধ রাখা হয়। আমি বলেছিলাম, আমি সাঁতার জানি না, আর একজন পুরুষ প্রশিক্ষকের সামনে এমন পোশাকে শেখা আমার পক্ষে অসম্ভব। তখন নারী প্রশিক্ষকও ছিল না। কিন্তু আমাকে জোর করেই ‘উদাল থাঝুভা’ গানের দৃশ্যটি করানো হয়েছিল।”

আরও পড়ুনঃ  পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

তিনি আরও বলেন, “পরে তারা আবারও একই দৃশ্য শুট করতে চাইলে আমি সাফ জানিয়ে দিই, করব না। তারা বলে, শুট বন্ধ হয়ে যাবে। আমি বলি, সেটা তাদের সমস্যা, আমার নয়। ‘কানমনি’ ছিল একমাত্র সিনেমা যেখানে আমাকে অতি গ্ল্যামারাস দেখানো হয়েছিল— আমার সম্মতি ছাড়াই।”

অভিনেত্রীর মতে, কখনো কখনো শিল্পীদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হয়। তার জন্যই সিনেমাটি তার জীবনে একটি তিক্ত অভিজ্ঞতার স্মৃতি হয়ে আছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণ

দীর্ঘ ক্যারিয়ারে মোহিনী অভিনয় করেছেন ‘মারুমাগাল’, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘নাডোডি’, ‘গাডিবিডি আলিয়া’, ‘লালি’সহ বহু জনপ্রিয় সিনেমায়। বলিউডেও কাজ করেছেন তিনি; ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যান্সার’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ