Sunday, August 17, 2025

ইসরায়েলের বিষয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিল স্পেনের শীর্ষস্থানীয় কোম্পানি

আরও পড়ুন

এবার ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় স্টিল প্রস্তুতকারক কোম্পানি সিডেনর। মঙ্গলবার (১ জুলাই) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সিডেনর জানিয়েছে, তারা এখন থেকে ইসরায়েলে কোনো পণ্য রপ্তানি করবে না। এ ঘোষণার আগে আয়ারল্যান্ডভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিচ’ একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখান থেকে জানা যায়, গত আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী সংস্থা আইএমআই সিস্টেমে সিডেনর প্রায় ১ হাজার ২০৭ টন স্টিল রপ্তানি করেছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দরের পার্কিংয়ে ক্র্যাশ ল্যান্ডিং, একাধিক বিমানে আগুন

স্থানীয় এক গণমাধ্যম জানায়, তদন্ত প্রকাশের পর জনমতের চাপ বাড়ে, এবং সেই পরিপ্রেক্ষিতে সিডেনর ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

স্পেনের ভোক্তাবিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিনদুই সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই-তে দেওয়া এক পোস্টে লিখেন, ‘সিডেনর জনমতের চাপে মাথা নত করেছে।’ তিনি আরও জানান, তিনি এখন স্পেনের ব্যবসায়ী সংগঠন সিইওই-এর অবস্থান জানার অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, স্পেন সরকার এরই মধ্যে দেশটির সব কোম্পানিকে ইসরায়েলি দখলদারিত্ব, বর্ণবিভেদ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত সব রকম সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে স্পেন সরকার। তবে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো কিছু অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েলের আগ্রাসনের সবচেয়ে সরব সমালোচক হিসেবে উঠে এসেছে স্পেন। গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেশটির সরকার। এছাড়া, সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে বলেন, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইউরোপ। তার মতে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রেখে দ্বৈতনীতি অনুসরণ করছে ইইউ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ