Tuesday, August 19, 2025

যারা প্রোফাইল লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ : পার্থ

আরও পড়ুন

যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিল, আওয়ামী লীগ তাদের জীবন লাল করে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে যারা ফেসবুকে লাল দেখিয়েছে, তাদের জীবনও লাল করে দেবে। যারা মিছিলে নেমেছে, তাদের ভিডিও দেখে ধরে ধরে জীবন ধ্বংস করবে। এই ভয় আর আতঙ্ক এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। চার-পাঁচ কোটি মা মনে করেন, আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানেরা আর নিরাপদ থাকবে না।

আরও পড়ুনঃ  ফেসবুক লাইভে কেঁদে উমামা বললেন, ‘জুলাই কেন মানি মেকিং মেশিন হবে?’

তিনি বলেন, আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল নয়, তারা প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা কখনোই মেধা বা নীতি-আদর্শভিত্তিক রাজনীতি করেনি; বরং সবসময় প্রতিশোধের রাজনীতি করেছে। তাই যখন তারা বলবে—চলুন একসাথে কাজ করি, এই মিথ্যা আহ্বানে বিভ্রান্ত হবেন না। তাদের মুখোশ এখন অনেকটাই উন্মোচিত।

পার্থ বলেন, গত ৯ মাসে তিনি বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য গঠনের একটি বাস্তব প্রয়াস প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন দলকে একত্র করে সম্মিলিতভাবে কাজ করার মনোভাব বিএনপি যেভাবে দেখিয়েছে, তা প্রশংসনীয়। এ কারণে তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  আপনারা কি এই চাঁদাবাজদের আরো ক্ষমতায়িত করবেন—প্রশ্ন আশফাক নিপুনের

তিনি আরও বলেন, আওয়ামী লীগের হিংস্র স্বভাব এখন জাতির কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে পুরো জাতিকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে তারা আর কখনো ক্ষমতায় ফিরে এসে জনগণের জীবনে আতঙ্কের পরিবেশ ফিরিয়ে আনতে না পারে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ