ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। মোট ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় লাভ করেছেন তারা।
তবে অভিযোগ উঠেছে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করেছে ছাত্রশিবির। আর সংগঠনটির ফান্ডিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে এ বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির।
ডাকসু নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরকে কোনো ফান্ডিং করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, জামায়াত ছাত্রশিবিরকে কোনো ফান্ডিং করেনি। ছাত্রশিবিরের নিজস্ব ফিন্যান্সিয়াল ম্যাকানিজম রয়েছে। সংগঠনের সদস্য, সাথী, শুভাকাঙ্ক্ষীদের থেকে তারা যে কন্ট্রিবিউশন নেয় সেটা খুব ট্রান্সপারেন্টলি ম্যানেজ করে। ছাত্রশিবিরের নিজস্ব যে ফান্ডিং ছিল তা এই নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট ছিল।
শিশির মনির বলেন, আমরা যারা অতীতে ছাত্রশিবির করেছি আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করেছি। দেশ ও দেশের বাইরে যারা অতীতে এই সংগঠনের সাথে যুক্ত ছিল, তারাও এখানে প্রয়োজন অনুযায়ী ভালো পরিমাণ পয়সা এখানে ডোনেট করেছেন। এ ক্ষেত্রে তারা খরচের হিসাব রেখেছে, ভাউচার দেখিয়েছেন। ঢাবি ছাত্রশিবির আমাদেরকে এই খরচের রিপোর্ট দেখিয়েছেন আমরা এতে সন্তুষ্ট হয়েছি।
ছাত্রদের কল্যাণের জন্য কত টাকা খরচ করা হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই রকম কোনো সিচুয়েশন এখনও আসেনি। যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমরা আনুষ্ঠানিকভাবে উত্তর দিতে রাজি আছি। যদি কেউ চিঠি পাঠান, উই উইল গিভ আওয়ার অ্যান্সার