সাতক্ষীরার মাদরা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার তেঁতুলতলা এলাকায় বিশেষ অভিযানে এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল মাদরা সীমান্তবর্তী তেঁতুলতলা এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে সীমান্তের দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। এ সময় তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের নোটে তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, জব্দ করা ডলার আদালতের নির্দেশে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।