লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের পিছনে বড় ভূমিকা ছিল দিয়োগো জোটা। এরপরই ৯ জুন স্পেনকে হারিয়ে দেশের হয়ে নেশন্স লিগ জয় করেন। সেই আনন্দের মধ্যেই ২২ জনু প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের ১২ দিনের মাথায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের ২৮ বছর বয়সী এই ফুটবলার।
স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড। তার সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার ভাই আন্দ্রে সিলভাও। ২৬ বছর বয়সী সিলভাও পেশাদার ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় স্তরের একটি ক্লাবে খেলতেন তিনি।
স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে নিজের ল্যাম্বরগিনি গাড়ি চালাচ্ছিলেন জোটা। স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ-৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্কাই স্পোর্টস জানিয়েছে, ১১২ নম্বরে ফোন করেছিলেন। তারা জানান, গাড়িটিতে আগুন লেগে যায় এবং তা আশেপাশের গাছপালায়ও ছড়িয়ে পড়ে।
স্প্যানিশ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, একটি ল্যাম্বরগিনি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় চাকার বিস্ফোরণের কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জামোরা প্রদেশের সানাব্রিয়া পৌরসভায় ঘটে। দুজন নিহত হয়েছে।
অথচ মাত্র ১২ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের তিনটি সন্তান রয়েছে। সেই বিয়ের ছবি এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে জোটার চেয়ে মাত্র দুই বছরের ছোট।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলছে, আমরা দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। প্রতিদিন তাদের অবদানকে সম্মান জানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দেন। তারপর থেকে তিনি অলরেডসের হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন। এই সময়ের মধ্যে তিনি ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন, একটি প্রিমিয়ার লীগ (২০২৪-২৫), একটি এফএ কাপ (২০২১-২২) এবং একটি লীগ কাপ (২০২১-২২)। সবশেষ জাতীয় দলের জার্সিতে নেশন্স লিগ জিতেছিলেন তিনি। এ ছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৯ ম্যাচ।