Thursday, August 28, 2025

ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭

আরও পড়ুন

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ১০ পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (০৪ জুলাই) রোমের একটি পেট্রল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় প্রেনেস্তিনো এলাকায় একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ পুলিশ কর্মকর্তা এবং এক দমকলকর্মী রয়েছেন। ইতালির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক অপরাধ আদালতের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো শহর এ শব্দে কেঁপে ওঠে।

রোমা টুডে প্রকাশিত একটি ছবিতে আকাশে উঁচুতে উঠে যাওয়া বিশাল আগুনের গোলা এবং ধোঁয়া দেখা গেছে। দমকল বিভাগের প্রকাশিত পৃথক ছবিতে দেখা যায়, পেট্রল স্টেশনটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

পুলিশের একজন মুখপাত্র জানান, উদ্ধারকারীদের পাশাপাশি ১৬ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে জ্বালানি বিতরণকারী স্টেশনের ম্যানেজারও রয়েছেন। তিনি বলেন, আহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। এটির কারণ তদন্ত করা হবে।

আরও পড়ুনঃ  যে কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিজস্ব টয়লেট নিয়ে যান পুতিন

একজন অ্যাম্বুলেন্স পরিসেবার মুখপাত্র জানান, আহতের সংখ্যা প্রাথমিকভাবে ২৮ বলে ধরা হচ্ছে।

পোপ লিও চতুর্দশ এক্সে এক পোস্টে লিখেন, আমার ধর্মপ্রদেশের কেন্দ্রে অবস্থিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে আহতদের জন্য প্রার্থনা করছি। আমি এই দুঃখজনক ঘটনায় গভীর শোক জানাচ্ছি।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং ভেন্টিলেশনে আছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্রাক পাইপলাইনে ধাক্কা দিলে প্রথমে গ্যাস লিক হয়, এরপর আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এই সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ