Friday, October 17, 2025

মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জনের প্রাণহানি, এলাকায় শোকের মাতম

আরও পড়ুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে পাঞ্জাবগামী একটি ট্রাক উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেসকিউ সার্ভিস ১১২২।

মালাকান্দ রেসকিউ ১১২২–এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, ‘বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩–এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ সদস্য নিহত এবং আটজন আহত হয়েছেন।’

আরও পড়ুনঃ  মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান

তিনি জানান, নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু সবাই রয়েছে। পরিবারটি সোয়াত জেলার বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা ছিল এবং তারা পাঞ্জাবের উদ্দেশে যাত্রা করছিলেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম চলছে। খবর দ্য ডনের।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মালাকান্দ জেলার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে নেয়া হয়।

‘হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে ১৫ জন ঘটনাস্থলেই মারা গেছেন,’ বলেন শাফিকা গুল। তিনি আরও জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের সোয়াতের উন্নত হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের রাফাল ভূপাতিতে নড়েচড়ে বসল ফ্রান্সের সেনাবাহিনী

খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি বার্তা সংস্থা এপিপি জানায়, গভর্নর বলেন, ‘জীবনহানি এক অপূরণীয় ক্ষতি। আমরা শোকাহত পরিবারের পাশে আছি।’ তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পাকিস্তানে মহাসড়ক ও মোটরওয়েতে দুর্ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণ বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির রক্ষণাবেক্ষণে ঘাটতি ও ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতা।

গত মাসেই খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে ব্রেকফেইল হয়ে একটি ট্রাক দুর্ঘটনায় ১১ জন নিহত হন। সেপ্টেম্বরেও মানসেহরা ও হারিপুরে দুটি পৃথক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ অন্তত সাতজন প্রাণ হারান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ