Thursday, November 13, 2025

এক রাতেই বিশ্বকাপে জায়গা করে নিল ৬ দেশ, এখন পর্যন্ত নিশ্চিত যে ২৮ দল

আরও পড়ুন

অক্টোবরের বাছাইপর্ব যেন ছিল বিশ্বকাপের আগাম উষ্ণতা। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মিলে বাছাইপর্বের শেষ দিনে নিশ্চিত হয়েছে আরও ছয়টি দলের বিশ্বকাপ যাত্রা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল নিজেদের জায়গা পাকা করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে।

আগামী বছর প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ার সুবাদে এই তিনটি দল আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে রেখেছিল। অক্টোবর মাসের বাছাইপর্ব শেষে স্বাগতিক তিন দেশ সহ মোট ২৮ দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে ধরা খেলেন শিক্ষিকা

বর্তমানে যে ২৮টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, তার মধ্যে স্বাগতিক দেশগুলো (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ছাড়াও রয়েছে- কনমেবল (দক্ষিণ আমেরিকা)- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

এএফসি (এশিয়া)- জাপান, ইরান, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরব। ওএফসি (ওশেনিয়া)- নিউজিল্যান্ড।

আফ্রিকা- মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট এবং সেনেগাল।

উয়েফা (ইউরোপ)- ইংল্যান্ড।

উল্লেখ্য, উয়েফা (ইউরোপ) অঞ্চলের বাছাইপর্ব চলমান, সেখান থেকে সরাসরি উঠবে ১৬টি দল। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ