Wednesday, August 20, 2025

ইঞ্জিনিয়ারের যৌন তৃপ্তি ওয়াশরুমে মহিলা সহকর্মীদের গোপনে ভিডিও ধারণ!

আরও পড়ুন

স্বপ্নিল নাগেশ মালি৷ বয়স ৩০ এর আশপাশে৷ ভারতের মহারাষ্ট্রের সাঙ্গলির বাসিন্দা৷ ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে তিন মাস আগে টেকনিক্যাল অ্যানালিস্ট হিসাবে ইনফোসিসে জয়েন করেছিল সে৷ আর সম্ভবত, তখন থেকেই শুরু করেছিল নোংরামি৷

ইনফোসিসের হেলিক্স ইউনিটের সিনিয়র অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসাবে কাজ করছিলেন৷ গত ৩০ জুন মহিলাদের বাথরুমের কাছে তাকে হাতেনাতে ধরে ফেলেন সেখানকারই এক মহিলা কর্মী৷

অভিযোগ, সেই সময় মালি লুকিয়ে লুকিয়ে মহিলার টয়লেটের ভিতরে থাকা অবস্থার ভিডিও তুলছিল৷ মহিলা তাঁর অভিযোগ পত্রে লিখেছেন, তিনি যে টয়লেটে ছিলেন, তার পাশের টয়লেটের কোমোডের উপরে উঠে তাঁর ভিডিও তুলছিল নাগেশ৷

আরও পড়ুনঃ  ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’

পরে দেখা যায়, ওই মহিলা ছাড়াও আরও এক মহিলার টয়লেটে থাকা অবস্থার আপত্তিকর ভিডিও তুলেছে ওই ইঞ্জিনিয়ার৷

মালি নামের ওই ব্যক্তি জেরার সময় পুলিশকে বলেছে, এই ধরনের ভিডিও দেখে সে যৌন তৃপ্তি পেত৷

বিষয়টি বুঝতে পেরে ওই মহিলা চিৎকার করে ছুটে বেরিয়ে আসেন টয়লেট থেকে। অভিযুক্তও ভয় পেয়ে পালানোর চেষ্টা করে৷ কিন্তু, তাকে ধরে ফেলেন এইচআর কর্মীরা।

অভিযুক্ত বারবার ক্ষমা চেয়ে ভিডিওগুলি মুছে ফেলে, কিন্তু কোম্পানির এইচআর মুছে ফেলার আগে প্রমাণ হিসেবে একটি স্ক্রিনশট নিয়েছিল। পরে মহিলাটি ইলেকট্রনিক সিটি পুলিশের দ্বারস্থ হন, যার পর তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৭ (ভয়েউরিজম) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ  দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা আছে ইরানের : আইআরজিসি

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ