Saturday, July 5, 2025

থানা ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

আরও পড়ুন

লালমনিরহাটের পাটগ্রামে থানায় ভাঙচুর ও সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ও যুবদল। শুক্রবার (৪ জুলাই) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর চপল।

লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- সাম্প্রতিক সময়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থেকে দলের সুনাম ক্ষুন্ন করায় দল থেকে পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা জাহাঙ্গীর চপলকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুনঃ  দেশে ফেরা নিয়ে জনগণকে নিজেই বার্তা দিলেন তারেক রহমান

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে লালমনিরহাটের পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

আরও পড়ুনঃ  জানা গেল ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী ও সেক্রেটারির পরিচয়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ