Friday, August 22, 2025

গুগল ম্যাপের পথ অনুসরণ করে গাড়ি নিয়ে ৪ বন্ধু পড়ল পুকুরে, অতঃপর…

আরও পড়ুন

গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে মন্দির পরিদর্শনে বের হয়েছিলেন চার বন্ধু। গাড়িতে করে মেরুত থেকে আমবালা যেতে সহযোগিতা নিয়েছিলেন গগুল ম্যাপের। কিন্তু এতেই দেখা দেয় বিপত্তি। ম্যাপের পথ অনসুরণ করে চলতে চলতে এক পর্যায়ে চার বন্ধুকে বহন করা গাড়িটি একটি পুকুরে পড়ে যায়। ভারতের উত্তরপ্রদেশের শাহারানপুর জেলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

দুর্ঘটনার শিকার ব্যক্তিরা জানায়, সারসাওয়া পুলিশ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। গুগল ম্যাপ অনুসরণ করে তারা যখন সিরোহি প্রাসাদের নিকট পৌঁছায় তখনই গাড়িটি সরাসরি পুকুরে পড়ে যায়। কারণ পুকুরটি রাস্তার শেষ প্রান্তেই ছিল।

আরও পড়ুনঃ  যে কারণে হঠাৎ রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ডুবন্ত গাড়ির জানালার কাচ ভেঙে ওই চার বন্ধু বের হতে পেরেছে। পরে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গাড়িটি উদ্ধারে সহযোগিতা করে এবং তাদের অন্য একটি গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, চার বন্ধু হলেন- সুরিয়া, আদিত্য, অনুজ এবং আশুতোশ। তারা সবাই মেরুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তা কুমার সিং বলেন, তারা মন্দিরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। এজন্য গুগলের সহযোগিতা নেয়। কিন্তু সিরোহি প্রাসাদের কাছে পৌঁছানোর পর গাড়িটি টার্ন নিলে সরাসরি পুকুরে পড়ে যায়। সৌভাগ্যক্রমে তাদের কেউ আহত হয়নি।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: বিধ্বস্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান!

এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে চলাচলের জন্য শুধু গুগল ম্যাপের উপর নির্ভর করতে নিষেধ করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ