জার্মানির ডয়চে লুফথানজা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বেলগ্রেড থেকে জুরিখগামী একটি ফ্লাইট জরুরি ভিত্তিতে জার্মানির ফ্রিডরিশসাফেন বিমানবন্দরে অবতরণ করেছে।
সোমবার (৭ জুলাই) বিমান সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, “ফ্লাইটটির পেছনের কেবিন অংশে হালকা ধোঁয়া দেখা গেলে পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে ফ্রিডরিশসাফেনে নামানোর সিদ্ধান্ত নেন।”
এয়ারবাস এ২২০ মডেলের এই বিমানটি শেষ পর্যন্ত “নিরাপদ ও নির্বিঘ্নে” অবতরণ করতে সক্ষম হয়। এ সময় বিমানে থাকা যাত্রীরা নিরাপদেই ছিলেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুইস এয়ারলাইন্স আরও জানিয়েছে, “যাত্রীদের জুরিখে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এবং কীভাবে ধোঁয়া সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এয়ারবাস এ২২০ একটি মাঝারি আকারের, আধুনিক ও তুলনামূলকভাবে নতুন উড়োজাহাজ মডেল। যাত্রীস্বাচ্ছন্দ্য ও জ্বালানি দক্ষতার জন্য এটি সুপরিচিত। তবে অতীতে এই মডেলের কিছু ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে, বিশেষ করে ইঞ্জিন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছিল।
বিমান সংস্থাটি বলেছে, আমাদের প্রকৌশল বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার উৎস অনুসন্ধানে কাজ করছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
সূত্র : আল আরাবিয়া