Friday, August 29, 2025

ব্রেকিং নিউজ: এক বাড়িতেই মিলল হত্যা মামলার সাত আসামি

আরও পড়ুন

রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে মনিরুল হত্যার ঘটনায় প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ জুলাই মনিরুল ইসলামকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ীর দেলসাদপুর গ্রামের আশরাফুল ইসলাম (৬০), আকবর আলী (২৮), বাবর আলী (১৯), নারায়নপুর গ্রামের মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), মো. হানিফ (২৯) ও মো. রমজান আলী (২০)।

আরও পড়ুনঃ  পুকুর থেকে ইবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, সুরতহালে মিলল চাঞ্চল্যকর তথ্য

ঘটনা সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। গত ৬ জুলাই রাতে তিনি জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় গোদাগাড়ী থানাধীন আইহাই গ্রামস্থ সাগরা মোড়ে পৌঁছালে আশরাফুল ইসলামসহ তার সহযোগিরা পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি, বাঁশের লাঠি, লোহার রডসহ মনিরুলের পথরোধ করে এলোপাথাড়িভাবে মারধর করে ফেলে রেখে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে বাঁচাতে গেলে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে স্থানীয়রা আহত মনিরুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ: ৪ হত্যা মামলায় আসামি ৫ হাজার ৪০০

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে আসামিদের গ্রেপ্তারে আভিযান শুরু করে র‍্যাব। তারই প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ