ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি গ্রহণ করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গত ২৮ এপ্রিল নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
পত্রিকাটিতে প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় অভিযোগে বলা হয়েছে, গত ৩০ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২য়, ৩য় এবং ৪র্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামের একটি ‘ব্যাঙ্গাত্মক কার্টুন’ প্রকাশ করা হয়। এতে কুকুরের ছবি ছিল। ওই ‘ব্যাঙ্গাত্মক কার্টুনে’ ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।