Friday, July 18, 2025

এসএসসিতে এক বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আরও পড়ুন

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে লাবণ্য আক্তার (১৬) নামেএক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। নিহত লাবণ্য উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তিনি পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির একটি কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সে সময় তার মা-বাবা বাড়ির আঙিনায় ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লাবণ্যকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সমন্বয়কের স্বামীকে চোখে গুলি করে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় পরিার ও স্থানীয়দের বরাতে তিনি জানান,আজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনি একটি বিষয় ফেল করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন লাবণ্য। এর পরেই এই ঘটনা ঘটান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ