Friday, July 18, 2025

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতা, ৪ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

আরও পড়ুন

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতার অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (১০ জুলাই) এই আইনি নোটিশ পাঠানো হয়।
অনলাইন লাইভ ক্লাসে অশ্লীলতা, ৪ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

এর আগে অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর আচরণের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অভিযোগ করেছেন আশরাফ বিজয় নামের একজন অভিভাবক।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ জুলাই রাত ১২টার দিকে অনলাইন লাইভ ক্লাস চলাকালে এক নারী ও এক পুরুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসামাজিক কাজ করেন। এ ধরনের আচরণ অভিভাবক ও ছাত্রছাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত মর্যাদাও এতে ক্ষুণ্ন হয়েছে। ঘটনাটির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে, এটি অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। এ কারণেই আমি থানায় অভিযোগ দায়ের করছি।

আরও পড়ুনঃ  চাচাকে বিয়ে করতে না পেরে স্বামীকে খুন করলেন নববধূ

অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে অনলাইন লাইভ ক্লাসের ভিডিওটি পাওয়া যায়। এতে, প্রতিষ্ঠানটির এক শিক্ষিকা ও এক শিক্ষককে লাইভ ক্লাস চলাকালে চুম্বনের দৃশ্যে দেখা যায়। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ