Friday, July 18, 2025

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আজ শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

আরও পড়ুনঃ  গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমদাদুল হক বাদশার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হয় এবং সেই তদন্ত প্রতিবেদনের আলোকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বহিষ্কারাদেশে সই করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক বাদশার প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে এবং তাকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  যে কারণে সবার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এই নেতার ব্যক্তিগত কোনো অপকর্মের দায় দল নেবে না। সংগঠনের নেতাকর্মীদের এমদাদুল হক বাদশার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ভবিষ্যতে যদি এমদাদুল হক বাদশা দলীয় পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে যুবদল।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ