Friday, July 18, 2025

মসজিদে কুপিয়ে জখম করা সেই খতিব বেঁচে আছেন, থানায় মামলা

আরও পড়ুন

চাঁদপুর শহরের একটি মসজিদে জুমার নামাজের পর খতিব আ ন ম নূরুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে হামলার ওই ঘটনায় খতিবের বড় ছেলে আফনান তাকি চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি বিল্লাল হোসেনকে তাৎক্ষণিক আটক করে পুলিশ আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী বিল্লাল হোসেন সম্প্রতি প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের জুমার নামাজে খতিবের দেয়া খুতবার বক্তব্যে ক্ষুব্ধ হন। সেই রাগের বশে পরিকল্পিতভাবে জুমার নামাজ শেষে চাপাতি নিয়ে খতিবের ওপর হামলা চালান। হামলার সময় মসজিদের ভেতরে উপস্থিত ছিলেন গুটিকয়েক মুসল্লি। হামলার পর বিল্লাল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় তাকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নেয়া হয়। এই হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ গুজব ছড়িয়ে দেন যে মাওলানা নূরুর রহমান মারা গেছেন, তবে পরিবার নিশ্চিত করেছে-তিনি জীবিত এবং এখন শঙ্কামুক্ত।

আরও পড়ুনঃ  ছাত্রদল নেতার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় দুই নারীর ওপর হামলা

তার ছেলে আফনান তাকি বলেন, ‘আমার বাবার ওপর বর্বরোচিত হামলা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এখন তিনি শঙ্কামুক্ত, আগের চেয়ে ভালো আছেন।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আসামিকে আদালতে তোলা হলে চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের কাছে বিল্লাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। হামলার শিকার খতিব নূরুর রহমান বর্তমানে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ