ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হবিরবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে।
গ্রেফতারকৃত হাফিজ উদ্দিন ভালুকা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
যৌথ বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হাফিজ উদ্দিনকে অস্ত্রসহ গ্রেফতারের পর থানায় সোপর্দ করা হয়।
রবিবার সকালে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ওপর মহলে যোগাযোগ থাকলে সবকিছু মাফ। সাধারণ মানুষ হলে এতক্ষণে রিমান্ডে থাকতো। আইন সবার জন্য সমান হওয়া উচিত।
ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, অস্ত্রসহ আটকের পর সেনাবাহিনী ওই আসামিকে আমাদের কাছে দিয়ে যায়। পরে কীভাবে ছাড়া পেয়েছেন সে বিষয়ে ওসি স্যারের সঙ্গে কথা বলেন।
অস্ত্রসহ আটক হাফিজ উদ্দিনকে থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। একই বিষয়ে জানতে জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ফোন দিলেও রিসিভ করেননি।
সেনাবাহিনীর পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।