Saturday, July 19, 2025

৫ কোটি টাকা চাঁদা দাবি: যুবদলের সাবেক নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

ঢাকা-শরীয়তপুর সড়কে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক সাবেক নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন শরীয়তপুর সুপার সার্ভিসের বাস মালিক ওয়ালি উল্লাহ খান।

মামলায় প্রধান আসামি করা হয়েছে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে। তার সঙ্গে নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পরিবহন মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফাহিম ও তার লোকজন শরীয়তপুর থেকে ঢাকামুখী বাসগুলোর কাছ থেকে প্রতি ট্রিপে ১০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। মাসিক ভিত্তিতে ৮ লাখ টাকা করে আদায় করা হতো। সম্প্রতি তিনি এককালীন ৫ কোটি টাকা দাবি করেন এবং অতিরিক্ত ১০টি বাস চালানোর শর্ত দেন।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: ভিডিও দেখে মিলল ৩ জনের পরিচয়

চাঁদা না দিলে বাস চলাচলে বাধা দেয়া শুরু করে ফাহিমের লোকজন। বুধবার থেকে যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরের বাসগুলো ঢুকতে না দেয়ার পাশাপাশি ২০টি বাস ভাঙচুর এবং ১২ জন শ্রমিককে মারধরের অভিযোগ উঠে। এতে বাসগুলো ধোলাইপাড় ও জুরাইন পর্যন্ত যাত্রী নামিয়ে ফিরে আসতে বাধ্য হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে পরিবহন মালিক ও শ্রমিকরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোলপ্লাজার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এতে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

মামলার পর পুলিশের হস্তক্ষেপে যাত্রাবাড়ী এলাকায় ফাহিমের অনুসারীদের সরিয়ে দেয়া হয় এবং বাস চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ফাহিম রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আমরা তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। মামলার পর প্রশাসনের তৎপরতায় আমরা এখন মুক্ত।

আরও পড়ুনঃ  আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? এনসিপিকে প্রশ্ন ছাত্রদল সেক্রেটারির

পদ্মা সেতু চালুর পর ২০২২ সালের জুন থেকে শরীয়তপুরের অন্তত ২৫০টি বাস নিয়মিত যাত্রাবাড়ী পর্যন্ত চলাচল করে। এর মধ্যে শরীয়তপুর সুপার সার্ভিস কোম্পানির বাস সংখ্যা ১৭০টি। প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার যাত্রী যাতায়াত করে এসব বাসে।

মামলার পর থেকে মুশফিকুর রহমান পলাতক রয়েছেন। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা স্ট্যান্ড ছেড়ে পালিয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ