Friday, July 18, 2025

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

আরও পড়ুন

মাদারীপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর থানার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন মাদারীপুর জেলার সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানায়নি পুলিশ।

আরও পড়ুনঃ  সরকারি গোপনীয় নথিপত্রের ছবি তুলছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, বর্তমানে সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ