বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। ক্রিকেটপ্রেমীদের ভিড়ের মধ্যেই মাঠে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা শুরুর আগেই স্টেডিয়ামে পৌঁছান তিনি এবং ম্যাচ চলাকালীন সময় কাটান দর্শকসারিতে। খেলা দেখতে গিয়ে একপর্যায়ে ব্রডকাস্টিং চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে রাজনৈতিক প্রসঙ্গ ছাপিয়ে উঠে আসে ক্রিকেটীয় এক আলোচনাও—বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসানকে কি আবার জাতীয় দলে দেখা যাবে?
এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’
পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, ‘আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।’
এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান। এমন দিনে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।