Tuesday, July 22, 2025

রাজধানীতে বিমান বিধ্বস্ত, ভিডিওতে যা দেখা যাচ্ছে

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে জনতার বিশাল ভিড়ের সৃষ্টি হয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলের পাশেই মেট্রোরেলের লাইন রয়েছে। এ সময় সেখানে অনেককে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

জানা গেছে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সোহাগের প্রাণ ভিক্ষায় খুনিদের পায়ে পড়েন কর্মচারীরা, রেহাই মেলেনি তবুও

উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, বিমানটি মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

আরও পড়ুনঃ  অপহরণের পর বিক্রির পরিকল্পনা হয়েছিল! যেভাবে পালিয়ে আসেন মাহিরা

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ